বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও জমি দখলের পায়তারা

রিপোটারের নাম / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটে। এতে নারী সহ ৬জন আহত হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, লক্ষ্মীপুর শহরের সাহাপুর আদর্শ কলোনীর চাঁন মিয়া পাটওয়ারী বাড়ির রুহুল আমিনের মেয়ে রোমানা আক্তার। রোমানা আক্তার একই বাড়ির চাচাতো ভাই মোঃ বাহার কে বিবাহ করে। এতে দুজনের পৈত্রিক জমিতে ঘর করে রোমানা আক্তার থাকছেন। রোমানার স্বামী বাহার প্রবাসে অবস্থান করছেন। এদিকে জমি পাওনা আছে দাবি করে রোমানার ঘর সংলগ্ন জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে একই বাড়ির তাহের ওরপে মিয়া। এনিয়ে কয়েকবার বৈঠকও হয়েছে। কিন্তু তাহের সদর উপজেলা ভূমি অফিসের গাড়ির ড্রাইভার হওয়ায় বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে কারও কথা কর্ণপাত করছে না। সে রোমানার পিতা রুহুল আমিন, চাচা আহছান উল্যাহ সংদের বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। গত ২০ আগষ্ট শনিবার সকালে তাহের ঐ জমি দখলে নিতে বালু ভর্তি করতে আসে। এসময় রোমানার চাচাতো ভাই ফারুক হোসেন দেখতে পেয়ে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে তাহের, তাহেরের ভাই আজাদ ও হেলাল, কামরুল হাসান ধনু, হাছান দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে ফারুকের উপর হামলা চালায়। তাকে উদ্ধার করতে আসলে রোমানার উপর চওড়া হয় তারা। এসময় রোমানাকে লোহার রড দিয়ে আঘাত করলে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এছাড়া তাদের হামলায় রোমানার বাম হাতের মারাতœক ভাবে কেটে যায়। রোমানকে বাঁচাতে আহত হন রুহুল আমিন, জেসমিন বেগম, শাহীন আক্তার, আহছান উল্যা। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় রোমানা বাদি হয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। যার নং- সিআর-১০৪১/২০২২্ইং। এছাড়া প্রতিকার চেয়ে তাহের মিয়ার হয়রানি থেকে বাঁচতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন আহসান উল্যাহ।
রোমানা আক্তার অভিযোগ করে বলেন, তাহের সদর উপজেলা ভূমি কর্মকর্তার গাড়ির ড্রাইভারের ক্ষমতায় আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমাদের উপর হামলা সহ গাড়ির নিচে পেলে মারার হুমকি দিচ্ছে। আমারা প্রশাসনের কাছে এ হামলার বিচার।
এ বিষয়ে জানতে চাইলে তাহের ওরফে মিয়া বলেন, আমার নামে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। তাদের উপর হামলার কোন ঘটনাই ঘটে নি। বরং তারা বহিরাগত লোকজন এনে আমার বাড়ি ঘর ভাঙচুর করে মিথ্যা নাটক সাজাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ