হোসাইন মুহাম্মাদ রাসেল: লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেট কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে চক মসজিদ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে মার্কেটের সামনে মসজিদ মার্কেট কমিটির অব্যবস্থাপনা ও জুলুমের বিরুদ্ধে এ মানববন্ধন করেছে তারা। নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে হঠাৎ করে সার্ভিস চার্জ বৃদ্ধি করায় প্রতিবাদ করেন ব্যবসায়ীবৃন্দ।
এসময় মসজিদ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মার্কেটের ব্যবসায়ীদের কোনো সংগঠন বা সমিতি নেই এবং কোনো কমিটি, সংগঠন কিংবা সমিতি না করার ব্যাপারে চক বাজার জামে মসজিদ কমিটি কড়াভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। যা ব্যবসায়ীরা কোনোভাবেই সমর্থন করছেন না।
পরে তাৎক্ষণিক মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও স্মরনিকা বস্ত্রালয়ের মালিক দেলোয়ার হোসেন তাদের সার্ভিস চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেন।
এতে ব্যবসায়ীরা সময়িক সময়ের জন্য তাদের প্রতিবাদ স্থগিত করেন এবং জানান যে মার্কেটের অব্যবস্থাপনাসহ অন্যান্য দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।