মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যার বিচার ও শাস্তির দাবীতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মৌন আন্দোলন

রিপোটারের নাম / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতাসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষন হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবীতে লক্ষ্মীপুওে মৌন মানববন্ধন কর্মসুচি পালন করেছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকার বঙ্গবন্ধু চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে তারা। এসময় লক্ষ্মীপুর সরকারী কলেজ, মহিলা কলেজ, পৌর আইডিয়াল কলেজ,শ্যামালী পলিটেকনিক,আইডিয়াল ইনিষ্টটিউটের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেধেঁ এ কর্মসুচিতে অংশ নেয়।
মানববন্ধনে শ্যামলী পলিটেকনিকের শিক্ষার্থী সায়মা সহ শিক্ষার্থীরা জানায়, মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। এছাড়া সারাদেশে একের পর এক ধর্ষন, হত্যা ও নারী নির্যাতন অব্যাহত রয়েছে। কিন্তু কয়েকদিন এসব ঘটনা নিয়ে প্রশাসন তৎপর থাকলেও পরে এসব ঘটনার কোন বিচার হচ্ছেনা। বরং অপরাধীরা আরো বেশি অপরাধ করে যাচ্ছে। দ্রুত সারাদেশে যেসব ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানান তারা। অন্যাথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ