শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে সম্মাননা পেলেন ১৩ জন গুণী শিল্পী

রিপোটারের নাম / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ১৩জন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমী। ২০১৪, ২০১৫ ও ২০১৬সালের গুণী শিল্পী হিসেবে মনোনিত হয়েছিলেন তারা। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে তাদের মাঝে ক্রেষ্ট, নগদ টাকা, সনদ ও উত্তরীয় প্রদান করা হয়।
এর মধ্যে ৬ জন শিল্পী প্রয়াত হওয়ায় তাদের পক্ষে পরিবারের লোকজন সম্মাননা গ্রহণ করেছেন। শুরুতেই তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সম্মাননা প্রাপ্তদের জীবনী পাঠ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম এর সভাপতিত্বে জেলা কালচারাল কর্মকর্তা এসএমটি কামরান হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
সম্মাননা পেলেন যারা: ২০১৪ সালে কন্ঠ সংগীতে প্রয়াত বাবু যদু গোপাল দাস, যন্ত্র সংগীতে রাধেশ্যাম পাটওয়ারী, নাট্যকলায় প্রয়াত প্রদীপ কুমার পাল, আবৃত্তিতে এস এম জাহাঙ্গীর, লোকসংগীতে প্রয়াত মো আলি হায়দার পাটওয়ারী। ২০১৫ সালে কন্ঠ সংগীতে প্রয়াত অলক কুমার কর, যন্ত্রসংগীতে বেনী মাধপ মজুমদার, নাট্যকলায় বিশ্বনাথ সাহা, লোকসংগীতে নিজামুল ইসলাম। ২০১৬ সালে কন্ঠ সংগীতে হোসেন বয়াতী, কন্ঠ শিল্পীতে ফরিদা ইয়াসমিন লিকা, যন্ত্র সংগীতে অঞ্জন দাস, নাট্যকলায় প্রয়াত স্বপন চক্রবর্তী, ফটোগ্রাফিতে প্রয়াত বিধু ভূষন দাস বাচ্চু।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পকলার নাট্য বিভাগীয় প্রশিক্ষক টিংকু রঞ্জন মল্লিক।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ