মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী’র জন্মদিন উদযাপন করেছে ছাত্রলীগ

রিপোটারের নাম / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে জেলা ছাত্রলীগ। বুধবার সকালে মোটর শোভাযাত্রার মাধ্যমে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের নেতাকর্মীরা মিলিত হয়। সেখানে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। পরে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপন, কেক কাটা ও রক্তদান কর্মসূচি পালন করে তারা। এরপর আনন্দ র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রাঙ্গন প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া’র নেতৃত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারন সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, পৌর সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা মোশাররফ পাটোয়ারী অনিক প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা আবু তালেব, রবিউল ইসলাম রবিন ভূঁইয়া, জাহিদুল ইসলাম শুভ পাটোয়ারী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ