স্টাফ রিপোর্টার: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
যুবলীগ চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে শহরের লিল্লাহ জামে মসজিদে এ আয়োজন করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সোহেল এ দোয়ার আয়োজন করেন। এতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর দ্রুত আরোগ্য কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন লিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম সাইদ আনসারী।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা রিয়াদ ভূঁইয়া, রনি পাটোয়ারী, শামীম পাটোয়ারী, ববি সুপি, শাহাদাত হোসেন ফয়সাল, মকছুদ পাটোয়ারী, অমি প্রমুখ।