নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরস্থ আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
বস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কুল প্রদিপ চাকমা।
মহিলা ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি রুপালী প্রভা নাথ এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য এড. শৈবাল কান্তি সাহা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর শাখার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক সুদেব দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শিমুর সাহা, আইনজীবী ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এড. প্রিয়লাল নাথ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর সদর শাখার সভাপতি শিপন মজুমদার, যুব ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জুটন কুরী ও সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার।
অনুষ্ঠানে মহিলা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ভানু নাগ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক টুম্পা সাহা, সাংগঠনিক সম্পাদক অনিতা দত্ত, আইন বিষয়ক সম্পাদক জয়শ্রী ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক স্মৃতি কর, কোষাধ্যক্ষ বুল্টি রানী নাথ, জেলা কমিটির সদস্য এ্যানী সাহা ও সদর উপজেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি চামেলী পাল প্রমুখ।