স্টাফ রিপোর্টার: মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে, নারী নেত্রী সুমা ভৌমিক ও সঞ্জয় সাহা অভির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর উপজেলার মদন মোহন জিউর আখড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রায়পুর মদন মোহন জিউর আখড়ার সভাপতি বাবু সুভাষ সাহার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
দুর্গাপূজা কমিটির সহ সাধারণ সম্পাদক শুভ কর্মকারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা এডভোকেট মিলন মন্ডল।
উদ্বোধক হিসেবে ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা এড. প্রহলাদ সাহা রবি, রায়পুর পৌর প্যানেল মেয়র আইনুল কবির মনির ভূঁইয়া, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউছুফ বিএসএস, রায়পুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ পাটোয়ারী, মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শংকর মজুমদার।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক উত্তম কর্মকার, তথ্য সম্পাদক আকাশ দেব নাথ আদি প্রমুখ।
এসময় সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক মাতৃমন্ডলীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।