শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে শতাধিক সনাতন ধর্মালম্বী নারীর মাঝে শাড়ি বিতরণ

রিপোটারের নাম / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বঙ্কবিহারী জিউর আখড়ায় শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে এ শাড়ি বিতরণ করা হয়। ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এর উদ্যোগে এ আয়োজন করেন মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা এড. প্রহলাদ সাহা রবি, ইউপি সদস্য মিষ্টার ভূঁইয়া।
মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শংকর মজুমদারের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্কবিহারী জিউর আখড়ার সাধারন সম্পাদক চিত্ত রঞ্জন দেবনাথ, সঞ্জয় দেবনাথ, শুভ সুর প্রমুখ।
এসময় প্রধান অতিথি এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, সকল প্রকার অপ্রীতিকরন অবস্থা মোকাবেলা করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করুন। এছাড়া তিনি মন্দিরের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ