স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। গত রবিবার বিকালে ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের উদ্যোগে এ আয়োজন করে মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠন। নিত্যানন্দ পাল বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মন্ডপে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে অর্ধশতাধিক নারীর মাঝে কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা এড. প্রহলাদ সাহা রবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শংকর মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক ভূঁইয়া প্রমুখ।