স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মধুবন বেকারিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুস সালেহীন।
এসময় নোংরা পরিবেশে খাবার উৎপাদন, মেয়াদবিহীন ও নকল পন্য ব্যবহার ও লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করার দায়ে কৃষি বিপণন আইন/২০১৮ এর ১৯(১) ক ধারায় মধুবন বেকারিকে ৫হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন।
মোঃ মনির হোসেন জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।