সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মেয়াদবিহীন এবং নকল পন্য ব্যবহারের অভিযোগ পানিওলা বাজারের আল সততা বেকারি বিরুদ্ধে। অভিযোগে আলোকে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।
এসময় কৃষি বিপণন আইন/২০১৮ এর বিভিন্ন ধারায় আল সততা বেকারিকে ২০০০০/=( বিশ হাজার) টাকা অর্থ দন্ড প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন।
মোঃ মনির হোসেন জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।