শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

রিপোটারের নাম / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিনিধি: “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিটের সেক্রেটারী ইসমাইল হোসেন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিচালক লিটন আহমেদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবে এলাহী সানি, রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান হিরন, ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার।

এজাজ মাহমুদ আপনের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান নাইমুল হায়দার রিমন সহ অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ