শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ

রিপোটারের নাম / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞানার্জনের লক্ষ্যে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিন এবং “১৮ অক্টোবর শেখ রাসেল দিবস” উপলক্ষে এমন উদ্যোগে গ্রহন করেন সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর।
বাবর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের পদপ্রত্যাশী।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টুমচর আসাদ একাডেমী এন্ড কলেজে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টুমচর আসাদ একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারহানা নুর, শিরিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সৈকত, দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ