রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে এক ঘন্টার জন্য প্যানেল মেয়র হলেন এক স্কুল ছাত্রী

হুসাইন মুহাম্মাদ রাসেল / ৬২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

হুসাইন মুহাম্মাদ রাসেল: লক্ষীপুরের স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদাউস তানিশা। এক ঘন্টার জন্য এই কিশোরীর হাতে তুলে দেওয়া হয় লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ এর দায়িত্ব।

নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্বের যোগ্যতা সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল চিল্ড্রেন’স ট্যাস্কফোর্স (এনসিটিএফ) এই আয়োজন করে।

ক্ষমতাহীন প্রতিকী এই দায়িত্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন আগামী প্রজন্মের প্রত্যাশার পৌরসভার চিত্র।
দায়িত্ব গ্রহন করেই তানিশা সবার আগে পদক্ষেপ নিয়েছেন নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে। বাল্যবিবাহ, কিশোরগ্যাং, ইভটিজিং, ও সাইবার ক্রাইমের অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্যও পদক্ষেপ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ কামাল উদ্দীন খোকন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম, মহিলা কাউন্সিলর বৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল চিল্ড্রেন’স ট্যাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি মাহমুদ মুত্তাকী, সহ সভাপতি এলমা পাটোয়ারী জেনাব, সাধারন সম্পাদক মুনওয়ার উদ্দীন তাওসীন সহ জেলা কমিটির অন্যন্য সদস্যবৃন্দ ও জেলা ভলান্টিয়ার শাহান সাহরিয়ার শ্রাবণ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ