সংবাদদাতা: লক্ষ্মীপুরের কৃতিসন্তান ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন টিপুর মায়ের মাগফেরাত কামনা করে ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার বিকেলে পূর্ব নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বিটু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছায়েদ হোসেন, মিজানুল করিম লিটন বাপ্পি, লিটন,সোহেল, মঞ্জু,ইউছুফ, মজিদ, মিজান প্রমূখ।
প্রসঙ্গত, গত ১৬ই মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন টিপুর মা সামছুন নাহার মায়া বেগম মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর । মৃত্যুকালে মরহুমা তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।