দিদার এলাহীঃ ১৯৮০থেকে ৯০’র দশক। ২০০১ থেকে ৮ লক্ষ্মীপুর টু ঢাকা। রাজনীতির কঠিন সময়ে রাজ পথে দুঃসাহসী নেতৃত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনার স্নেহে ধন্য হয়েছেন যে ক’জন সাবেক ছাত্রনেতা, তাদের মধ্যে ঢাকা কলেজের সাবেক সভাপতি এ এফ জসিম উদ্দিন আহমেদ উল্লেখযোগ্য। দীর্ঘ ৭ বছর পর ২২ নভেম্বর ২০২২ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে গিরে নেতাকর্মীদের রয়েছে শত স্বপ্ন, আশা-প্রত্যাশা। জেলার কয়েকজন সাবেক ছাত্রনেতা জানান, দুঃসময়ের ত্যাগি নেতাকর্মীরা চাইছেন জসিম উদ্দিন জেলার শীর্ষ নেতৃত্বে আসুক, দলকে সুসংগঠিত করুক। স্বচ্ছ, পরিচ্ছন্ন, ত্যাগি, সাংগঠনিক, কর্মী বান্ধব নেতা হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের বিকল্প নেই। তিনি কর্মী গড়ার কারিগর, জেলার শীর্ষ পদে নেতৃত্ব দিলে দল তথা জেলা আওয়ামীলীগ খোঁজে পাবে তার স্বক্রীয় ছন্দ! ধীরে ধীরে মুছে যাবে পদ -পদবী ও জনপ্রতিনিধি-মনোনয়ন বাণিজ্যের মত জগন্য কলংক! জসিম রাজনীতির দুঃসময়ে লক্ষ্মীপুর থেকে শুরু করে ঢাকা, সৃষ্টি করেছেন অসংখ্য নেতাকর্মী, যারা বর্তমানে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়েও নেতৃত্ব দিচ্ছেন। ৯০’র দশকে এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে তার বলিষ্ঠ নেতৃত্বের ফলে স্বৈর সরকারের কাছে ঢাকা কলেজের “জসিম” নামটি ছিল এক মূর্তমান আতংক। এ ধরণের নেতা নিজ জেলায় দলের নেতৃত্ব দিলে দল সু-সংগঠিত ও শক্তিশালী হবে বলে মনে করেন নবীন প্রবীণ ও তরুণ প্রজন্মের নেতাকর্মীরা।