নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম। বুধবার ৪নং আলায়াপুর ইউনিয়নের বালুচরা গ্রামে তার পিতার প্রতিষ্ঠিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষা সংক্রান্ত খোঁজ খবর নেন তিনি।
প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে বালুচরা হাছানিয়া আলিম মাদ্রাসা, বালুচরা আলহাজ্ব ইব্রাহিম মিয়া উচ্চ বিদ্যালয়, বালুচরা আলহাজ্ব ইব্রাহিম মিয়া হাফেজিয়া মাদ্রাসা। নিজ জন্মস্থানে ধর্মীয় ও জেনারেল শিক্ষার আলো ছড়িয়ে দিতে এসব প্রতিষ্ঠান গড়ে তোলেন মরহুম ইব্রাহিম মিয়া। সেই সুত্রে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বভার অর্পিত হয় ইব্রাহিম মিয়ার বড় ছেলে এম এ হাশেম এর উপর।
এছাড়া একই দিন লক্ষ্মীপুরের দত্তপাড়া বাজারে ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সজীব গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এম এ হাশেম। এসময় বাজারের ব্যবসায়ী নেতা ও স্থানীয় আওয়ামী লীগসহ অংঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি।