রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

উত্তর হামছাদীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

রিপোটারের নাম / ৫৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছে আনোয়ার হোসেন ফয়সাল। ফয়সাল এর আগে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। নবগঠিত সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হওয়ায় ফুল দিয়ে বরণ করেন নেয় তার নিজ ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া রবিবার বিকালে আনোয়ার হোসেন ফয়সালকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রলীগ। বিজয়নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে কালিবাজার হয়ে আবার বিজয়নগর উচ্চ বিদ্যালয় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আফতাব উদ্দিন বিপ্লব, সদর থানা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এড. ওহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরাপ উদ্দিন শফু প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ