মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোটারের নাম / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে শহরের হাজী আমজাদ আলী পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম জেনি, যুবলীগ নেতা সোহাগ পাটওয়ারী, গোফরান বাবু, সদর থানা ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ রাজু, যুবলীগ নেতা দিপু মাহমুদ, রাজু প্রমুখ।
এতে যুবলীগের নেতাকর্মী ছাড়াও শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ