মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মামুনকে দল থেকে বহিস্কার

রিপোটারের নাম / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল করিম মামুনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিস্কার করা
হয়।
সোমবার (২০ডিসেম্বর) দুপুরে জেলা কৃষকলীগের সভাপতি ওমর হোসাইন ভুলু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিস্কার সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নে নৌকার বিরুদ্ধে নির্বাচনী প্রচারনা করছেন মাকসুদুল করিম মামুন। স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন (আনারস) এর পক্ষে কাজ করছেন তিনি। তাই দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর থেকে বহিস্কার করা হয়।
এ বিষয়ে জানতে মাকসুদুল করিম মামুনের মুঠোফোন কল করা হলে বন্ধ পাওয়া যায়।
জেলা কৃষকলীগের সভাপতি ওমর হোসাইন ভুলু বলেন, মামুন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। তাকে দল থেকে নিষেধও করা হয়েছে। কিন্তু সে নৌকার বিপক্ষে কাজ করে যাচ্ছে। তাই দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিস্কার করা হলো।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ