ফয়সাল মাহমুদ: মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে দিঘলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন জাবেদ। খেলায় ১৬ দল অংশগ্রহণ করেন। তার মধ্যে ফাইনাল খেলেন দাসেরহাট একাদশ ছাত্রলীগ বনাম চরশাহী ইউনিয়ন ছাত্রলীগ। এতে চরশাহী ইউনিয়ন ছাত্রলীগকে হারিয়ে চ্যাম্পিয়ন হন দাসের হাট একাদশ ছাত্রলীগ।
খেলা শেষে বিজয় দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী-সহ উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এর আগে ছাত্রলীগের সভাপতি মোঃ শামছুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব কন্ট্রাক্টর, সহ-সভাপতি এডভোকেট শামসুল হক শামসু, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবীবুর রহমান মুকুল, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন জাবেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মাকছুদুল করিম মামুন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু, কুশাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল রানা, চরশাহী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-পরিচালক ডা.জাফর ইকবাল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব, ছাত্র নেতা সাইফুল ইসলাম রাফি, সাবেক ইউপি সদস্য মোঃ মোহসিন মেম্বার, ইউপি সদস্য তাজুল ইসলাম, জাহের মেম্বার প্রমূখ।