সংবাদদাতা: লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী বাংলাদেশ ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়া, মির্জা ফখরুল ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
সোমবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মুক্তির দাবি করা হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় পতাকা, ছাত্রদলের দলীয় পতাকা ও ছোট-ছোট ব্যানার ফেস্টুনে খালেদা জিয়া ও এ্যানির মুক্তির দাবি লেখা নিয়ে স্লোগান দেয়। বিএনপি নেতাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর থানা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন, শাহ্ মো. এমরান, কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক রশীদুল হাসান লিংকন, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিমুল, আব্দুল্লাহ আল খালেদ, জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী,পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব ইয়াছিন বাবলু, সদর থানা পশ্চিম ছাত্রদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভি প্রমুখ।
এসময় বক্তরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, অন্যায়ভাবে এ সরকার বিএনপির শীর্ষ নেতাদের কারাবন্দি করে রাখছে। খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও এ্যানি চৌধুরীসহ আমরা সকল নেতার মুক্তির দাবি জানাচ্ছি।