মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

রামগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে আনোয়ার খান মডার্ণ ডায়াগনোষ্টিক সেন্টার

রিপোটারের নাম / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে আনোয়ার খান মডার্ণ ডায়াগনোষ্টিক সেন্টার।
শুক্রবার (১৭মে) বিকালে শহরের আনোয়ার খান টাওয়ারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

অতিথি হিসেবে থাকবেন, আনোয়ার খান মডার্ণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল হাসেম, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাসিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাঃ ফারুক আহমেদ, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত প্যাথলজি সহ আধুনিক চিকিৎসার সকল অনুষঙ্গ নিয়ে রামগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় আনোয়ার খান মডার্ণ ডায়াগনোষ্টিক সেন্টার। তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং রামগঞ্জ সহ লক্ষ্মীপুরবাসী যাতে সহজেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে সে লক্ষ্যে ড. আনোয়ার হোসেন খান এমন উদ্যোগ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ