সংবাদদাতা: জাতীয় পরিবেশবাদী সংগঠন
সবুজ বাংলাদেশ বান্দরবান জেলার সভাপতি মোঃ রেদুয়ান আল হোসাইন সৌরভের নেতৃত্বে বান্দরবান জেলার ১২টি সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়। ঈদের খাদ্য সামগ্রীসহ একটি করে পাঞ্জাবী ছিলো উপহারের অন্তর্ভুক্ত। অর্থায়নে সহযোগিতা করেছেন বিসিপিএসসিয়ান সারকাজম ও সবুজ বাংলাদেশের পরিবেশ সংগঠকগণ।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মিজান,আরিফ,জাহেদ,রাফিদ,সানিম,রাহিসহ আরও কয়েকজন সদস্য।
সবুজ বাংলাদেশ বান্দরবান সভাপতি সৌরভ বলেন,তথাকথিত উপহার গ্রহণকারীদের ডেকে এনে উপহার তুলে দেওয়ার প্রক্রিয়া থেকে বের হয়ে এসে আমরা মোটরবাইক দিয়ে ঘরে ঘরে পোঁছো দেয়েছি। আমাদের মতো আরও অনেক মানবিক মানুষ এধরনের কাজে এগিয়ে আসবে এটি আমাদের প্রত্যাশা।