মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

নতুন কমিটি পেয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

রিপোটারের নাম / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার: নতুন কমিটি পাওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। শনিবার সকালে লক্ষ্মীপুর চক বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গোডাউন রোডে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহন করেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
গত ৩০জুন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম, সদর উপজেলা পূর্ব, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর সরকারি কলেজ, রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা, চন্দ্রগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা করে জেলা ছাত্রদল।
এ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের আহবায়ক মোঃ আবদুল মজিদ, সদস্য সচিব মিজানুর রহমান, সদর পূর্ব আহবায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়জিদ হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌরসভা আহবায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব ইয়াসিন বাবলু,লক্ষ্মীপুর সরকারি কলেজ আহবায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল হাছান শাওন, চন্দ্রগঞ্জ উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ