মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে কালো পতাকা মিছিল

রিপোটারের নাম / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

সংবাদাতা: ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগ।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে শহরের মজুপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় কালো পতাকা প্রদর্শন করা হয়। পরে ঝুমুরের ইলিশ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার আয়োজনে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সদর থানা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদ, যুবলীগ নেতা রাজু পাটোয়ারী, দিপু মাহমুদ।


বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না।

১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ