নিজস্ব প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগের নেতাকর্মীরা।
যুবলীগ নেতা রুপম হাওলাদারের উদ্যোগে বুধবার (১৭ আগস্ট) বিকালে শহরের ৬নং ওয়ার্ড থেকে মিছিল শুরু হয়ে বাজার রোড প্রদক্ষিণ করে। মিছিল থেকে কালো পতাকা প্রদর্শন করা হয়। পরে উত্তর তেমুহনী এলাকায় জেলা আওয়ামী লীগের সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
রুপম সদর উপজেলা পূর্ব যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে এ বিক্ষোভ মিছিল করেন তিনি।