স্টাফ রিপোর্টার: ইসলামী ছাত্র আন্দোলন-এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শাখার আয়োজনে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ মোফাচ্ছেল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ ভুঁইয়া এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউছুফ আহম্মাদ মানসুর।
বক্তারা বলেণ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে ইভিএমে ভোটগ্রহণের বিধান প্রয়োগ করে নির্বাচন কমিশন (ইসি) ডিজিটাল কারচুপির সুযোগ দিতে চক্রান্ত করছে। দেশের জনগণকে ইভিএম সম্পর্কে পুরোপুরি সচেতন না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম পদ্ধতি চাপিয়ে দেয়ার চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাড়াতে হবে। ইভিএম পদ্ধতিতে ডিজিটাল কারচুপি করতে সুবিধা। তাই তা জনগণের উপর চাপিয়ে দেয়ার চক্রান্ত হচ্ছে। ইভিএম তথা বাটপারি মেশিনে ভোট করার খায়েশ জনগণ পূরণ করতে দেবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আ হ ম নোমান সিরাজী।
এছাড়া সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের রোজ গার্ডেন প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাগবাড়ি এলাকায় গিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।