নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন লক্ষ্মীপুরে কৃতি সন্তান, রায়পুর উপজেলা বিএনপির সদস্য, কুয়েত বিএনপির সাবেক সাধারণত সম্পাদক প্রকৌশলী কাজী মোঃ মঞ্জুরুল আলম ।
মঙ্গলবার ৭ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সিনিয়র যুগ্ম মহাসচিব এড.রুহুল কবির রিজভী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের ২৩১ সদস্য বিশিষ্ট্য কমিটির অনুমোদন দেন।
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত করায় কাজী মঞ্জুরুল আলম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব এড.রুহুল কবির রিজভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।