নিজস্ব প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তার রোগ মুক্তি কামনায় লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে যুবলীগ।
শুক্রবার সন্ধ্যায় শহরের রহিম উদ্দিন পন্ডিত বাড়ি জামে মসজিদে এ আয়োজন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের পদপ্রত্যাশী সৈয়দ নুরুল আজিম বাবর।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় তিনি এ আয়োজন করেন। এতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।