নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
বুধবার ২৮ সেপ্টেম্বর জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ এর আয়োজনে দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে জন্মদিন পালন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম।
জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন আরিফ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ আবুল কাশেম,দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নিজাম উদ্দিন রনি, যুগ আহ্বায়ক মোবারক হোসেন, যুবলীগ নেতা সৈয়দ তানভীর হোসেন সঞ্জু, মারুফ হোসেন সুজন,সোহেল খানঁ, মাহফুজ আলম প্রমূখ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে সবাই মাঝে তবারক বিতরণ করেন।