স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিন এবং “১৮ অক্টোবর শেখ রাসেল দিবস” উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও ছড়া আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন আয়োজন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের পদপ্রত্যাশী সৈয়দ নুরুল আজিম বাবর। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সৈয়দ নুরুল আজিম বাবর এমন আয়োজন করেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি
সৈয়দ আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক এম এ ওসমানী, সহকারী শিক্ষক মারজান আক্তার
ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।