নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ করেছে সোহাগ পাটোয়ারী। মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে এমন আয়োজন করেন তিনি। সোহাগ পাটোয়ারী লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী।
এছাড়া শিশুকিশোরদের অংশগ্রহনে কবিতা, ছড়া আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ ও কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি বাস্তবায়ন করেন সোহাগ পাটোয়ারী ।
পরে এতিম ও পথ শিশুদের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, অক্সফোর্ড মডেল কলেজের উপাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসমাইল হোসেন শিপন, সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিন রুমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রিংকু প্রমুখ।