মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

অপরাজিতা অ্যাওয়ার্ডে ভূষিত আইরিন ইরানী

রিপোটারের নাম / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সংবাদদাতা: অপরাজিতা বিজনেস সোসাইটি প্রদত্ত অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৩ এ ভূষিত হয়েছেন হালের জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেত্রী আইরিন ইরানী। বিশ্ব নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে নারী উদ্যোক্তা ও তারকাদের নিয়ে অপরাজিতা বিজনেস সোসাইটি আয়োজিত অপরাজিতা সম্মেলনে অতিথিদের হাত দিয়ে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় নন্দিত এ অভিনেত্রীকে। অপরাজিতা সম্মেলনের উদ্বোধন করেন, বসুন্ধরা গ্রুপের বিভাগীয় প্রধান মেজর (অবঃ) শাহাবুদ্দিন চাকলাদার। সম্মেলনে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমনওয়েলথ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কো-চেয়ারম্যান এইচ এম সাইফ আলী খান।
অপরাজিতা বিজনেস সোসাইটির উদ্যোক্তা শাহিন আহমেদ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৃজন বাংলাদেশ এর চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী,ফারাসী বিউটি কনসেপ্টের প্রতিনিধি মো. আনিসুর রহমান,এভার নাইস কসমেটিকস লিমিটেডের এমডি মো. কামরুজ্জামান রিপন,বিশিষ্ট ব্যাংকার মো. মঞ্জুরুল আলম টিপু। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন,মাঈনউদ্দিন আল-আপন।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ