মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর সাইন্স ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

রিপোটারের নাম / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

হুসাইন মুহাম্মাদ রাসেল: ‘হারিয়ে যাও যদি মহাবিশ্বে, খুঁজে নিবে তোমায় বিজ্ঞানে’
এই স্লোগান নিয়ে শিক্ষার্থীদেরকে নৈতিক গুণাবলী ও যোগ্যতাসম্পন্ন সম্ভাবনাময় সম্পদে পরিণত করার লক্ষ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করেছে লক্ষ্মীপুর সাইন্স ক্লাব।

শনিবার (২৫ মার্চ) সকালে লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি একাডেমি ও মান্দারী উইনার রেসিডেন্সিয়াল হাই স্কুল এই দুটি কেন্দ্রে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিযোগীদের হল পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হুমায়ুন কবির, লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা আওলাদ হোসেন চৌধুরী, লক্ষ্মীপুর সাইন্স ক্লাবের পরিচালক আব্দুল্লাহ্ মাহমুদ, সাইন্স ক্লাবের শিক্ষক আরমান হোসেন সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এসময় পরিদর্শকগণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং সাইন্স ক্লাবের এমন আয়োজনের জন্য সাধুবাদ জানান।

এদিকে এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। সাইন্স ক্লাবকে ধন্যবাদ জানান তারা।


আপনার মতামত লিখুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ